ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে কৃষক মাঠ স্কুল অভিজ্ঞতা বিনিময় কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
রাঙামাটিতে কৃষক মাঠ স্কুল অভিজ্ঞতা বিনিময় কর্মশালা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটি: রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ-সিএইচটিডিএফ-ইউএনডিপি’র যৌথ বাস্তবায়নে ও ড্যানিডার অর্থায়নে কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্প (২য় পর্যায়) আওতায় কৃষক মাঠ স্কুল বাস্তবায়ন সম্পর্কিত দিনব্যাপী অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।



কৃষি সম্প্রসারণ ও হর্টিকালচার সেন্টারের দায়িত্বপ্রাপ্ত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা মৎস্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য সাধন মনি চাকমা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রমনী কান্তি চাকমা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাখায়াত হোসেন, জেলা মৎস্য অধিদপ্তরের সহকারী জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুর রহমান, সিএইচটিডিএফ-ইউএনডিপিটেকনিক্যাল কো-অর্ডিনেটর ফিরোজ ফয়সাল ও ডিএফএফএসই একেএম আজাদ প্রমুখ।

প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের অগ্রগতি উপস্থাপন করেন সিএইচটিডিএফ-ইউএনডিপি’র সিনিয়র মাষ্টার ট্রেইনার বিমল জ্যাতি চাকমা। স্বাগত বক্তব্য রাখেন সিএইচটিডিএফ-ইউএনডিপি কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্প (২য় পর্যায়) ডিস্ট্রিক্ট অফিসার সুকিরণ চাকমা।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশের অর্থনীতির মূল চালিকা শক্তিও কৃষি। বিশেষ করে পার্বত্য অঞ্চলের প্রত্যন্ত এলাকার মানুষ কৃষির ওপর নির্ভর করে বেঁচে আছে। তিনি বলেন, পার্বত্য অঞ্চলের প্রত্যন্ত এলাকার কৃষকদের হাতিয়ার হিসেবে এই প্রকল্পের কৃষক সহায়তাকারীদের কাজ করতে হবে।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।