বরিশাল: বরিশালে ৩০ পিস ইয়াবাসহ মিলন হাওলাদার (৩৩) নামে এক যুবককে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে মহানগরের কাউনিয়া থানাধীন ৩ নং ওয়ার্ডের পুরানপাড়া থেকে তাকে আটক করা হয়।
মেট্রোপলিটন ডিবি পুলিশের পাঠানো এক ই-মেইল বার্তায় বিষয়টি জানানো হয়েছে।
আটক মিলন হাওলাদার মেট্রোপলিটন এয়ারপোর্ট থানাধীন ২৯ নং ওয়ার্ডের বাঘিয়া এলাকার ইছাকাঠি কলোনীর বাসিন্দা।
ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ডিবির সদস্যরা পুরানপাড়ায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ মিলন হাওলাদারকে আটক করে। এ ঘটনায় কাউনিয়া থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
এমজেড