শেরপুর: শেরপুরের নকলায় বাসচাপায় রীতা রানী বর্মণ (৫০) নামে সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন।
সোমবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪ দিকে শেরপুর-ঢাকা মহাসড়কের নকলা উপজেলার জালালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রীতা রানী বর্মণ ময়মনসিংহের জেলার হালুয়াঘাট উপজেলার গাজীপুর গ্রামের জানকী চন্দ্র বর্মণের স্ত্রী।
এ দুর্ঘটনায় নিহতের স্বামী জানকী চন্দ্র বর্মণ(৫৫), রফিকুল ইসলাম(৪৫) ও শহিদুল ইসলাম(৪০) নামে আরও ৩ জন আহত হয়েছেন। তারা শেরপুর সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
নকলা থানার উপ-পরিদর্শক(এসআই) সরুয়ার আলম বাংলানিউজকে জানান, বিকেলে উপজেলার জালালপুর এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রীতা রাণীর মৃত্যু হয়।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ব্যাপারে থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
পিসি