ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

পিরোজপুরে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে ৪ জনের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
পিরোজপুরে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে ৪ জনের কারাদণ্ড

পিরোজপুর: পিরোজপুর শহরের থানা সড়কের একটি হোটেলে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে হোটেল ব্যবস্থাপকসহ চারজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার(১৬ নভেম্বর) দুপুরে র‌্যাব-৮ এর একটি দল রাব্বি হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করে।

ওই হোটেলে দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ড চালানো হচ্ছিল।

সাজাপ্রাপ্তরা হলেন-হোটেল ব্যবস্থাপক বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার হোগলাপাশা গ্রামের অরুন মিস্ত্রী(৬০), জেলার ভাণ্ডারিয়া উপজেলার মিঠা বাড়িয়া গ্রামের লোকমান হোসেন (৪০), পারভীন আক্তার (৩০) ও সদর উপজেলার কালিকাঠী গ্রামের সোনিয়া (৩০)।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) মো. কামরুজ্জামান বাংলানিউজকে জানান, অবৈধ কর্মকাণ্ডের দায়ে হোটেল ব্যবস্থাপককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও বাকিদের ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।