ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

দারুসসালামে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
দারুসসালামে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত ছবি : প্রতীকী

ঢাকা: রাজধানীর দারুসসালামের মাজার রোড এলাকায় সড়ক দুর্ঘটনায় খন্দকার রাশেদুজ্জামান সুমন (৩৫) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।



নিহত সুমন ধানমণ্ডি ৫ নম্বর রোডের বাসিন্দা জামাল উদ্দিনের ছেলে। নিহত সুমন এনসিসি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার পদে কর্মরত ছিলেন। তার স্ত্রী ফারিয়া আহমেদ আগারগাঁও শিশু হাসপাতালের চিকিৎসক। তাদের একটি ছেলে সন্তান রয়েছে।

দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান বাংলানিউজকে বলেন, সুমন ও তার এক বন্ধু পৃথক  মোটরসাইকেলে করে আমীন বাজার এলাকায় ঘুরতে বেড়িয়েছিলেন। ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান সুমন।

তিনি আরও বলেন, কি ধরনের যানবাহন তার মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়েছে তা প্রাথমিক অবস্থায় জানা যায়নি।

নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, ১৬ নভেম্বর, ২০১৫, আপডেট: ২১১৪ ঘণ্টা
এজেডএস/ জেডএফ/আরএইচএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।