ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

জানে না সিটি করপোরেশন

রোজা প্রোপার্টিজের জমি দখল করে স্কুলের ব্যানার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
রোজা প্রোপার্টিজের জমি দখল করে স্কুলের ব্যানার ছবি : সংগৃহীত

ঢাকা: রাজধানীর কাকরাইলে দিন-দুপুরে বেসরকারি ডেভেলপার কোম্পানি রোজা প্রোপার্টিজের জমি দখল করে নিয়েছে একদল দুর্বৃত্ত। সিটি করপোরেশন লেখা বুলডোজার দিয়ে ওই জমির ওপর থাকা বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

তবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন জানিয়েছেন, এ ধরনের কোনো অভিযান সিটি করপোরেশনের পক্ষ থেকে চালানো হয়নি। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন মেয়র।

কাকরাইলে রাজমনি ঈশা খাঁ হোটেল ও উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের মাঝখানে ২৫ কাঠা জমির একপাশে রাজউকের অনুমোদন নিয়ে বহুতল ভবন নির্মাণ করছিল ডেভেলপার কোম্পানি রোজা প্রোপার্টিজ। অন্যপাশে ছিল অস্থায়ী স্থাপনা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (১৬ নভেম্বর) দুপুরে হঠাৎ করেই কে বা কারা এই জমি দখলে নিতে যায়। বুলডোজার দিয়ে তারা রোজা প্রোপার্টিজের স্থাপনা গুঁড়িয়ে দেয়। এসময় সাংবাদিকরা ছবি তুলতে গেলে কয়েকজন যুবক এসে বাধা দেন।

পরে দেখা যায়, দখলকারীরা দখলকৃত জমির ওপর পাশের উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের নাম সংবলিত ব্যানার ঝুলিয়ে দিয়েছে। এমনকি ক্রোকি সম্পত্তি হিসেবে আদালতের নির্দেশনাও মানেনি তারা।

স্কুলের নাম ব্যবহার করে কারা দখল করছে এই জমি? এ ব্যাপারে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাইলেও তারা কথা বলতে রাজি হয়নি।

রোজা প্রোপার্টিজের এক কর্মচারী বলেন, ‘আমাদের বলা হলো, আপনারা এখান থেকে আধা ঘণ্টার মধ্যে চলে যান। ’ অন্য এক কর্মচারী বলেন, ‘মালামাল নিয়ে যে যাবো, থাকতে দিচ্ছে না, আবার ইট-পাটকেলও মারছে। ’ আরেক কর্মচারী বলেন, ‘হঠাৎ করে দেখি আমাদের মালামাল বের করে দিয়েছে, কারটা কে নিয়েছে, আমরা কিছুই বলতে পারছি না। ’

কারা ভাঙচুর করছে, জানতে চাইলে রোজা প্রোপার্টিজের প্রকল্প পরিচালক প্রকৌশলী মোফাচ্ছের হোসেন শাওন বলেন, ‘ভাঙচুরের কাজের সঙ্গে স্কুলের কোনো ছাত্রও না, স্কুলের কোনো কর্মচারীও না। বহিরাগত কিছু ছেলে-পেলে ছিল বিভিন্ন বয়সের, এঁরা ছিল উগ্র মেজাজের। ’ তিনি বলেন, ‘বুলডোজারের ওপর সাদা কাগজে লেখা ছিল সিটি করপোরেশন। ’

সেখানে ‘উত্তর’ না ‘দক্ষিণ’ লেখা ছিল জানতে চাইলে মোফাচ্ছের বলেন, ‘ওই রকম কিছু লেখা আমি দেখতে পাইনি। ’ তাকে মারধর করা হয়েছে বলেও জানান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সে সময় পুলিশও ছিল ঘটনাস্থলে। পুলিশের সামনেই ভাঙচুর করে অনুপ্রবেশকারীরা। এ ব্যাপারে রমনা থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মহিউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা এখানে আসছি। দেখছি ভাঙচুর হচ্ছে। আমরা এদের তাড়িয়ে দিয়েছি। যেন কোনো পক্ষ কোনো সমস্যা না করে। ’

তিনি বলেন, ‘জমির বিরুদ্ধে মামলা থাকলে তারা আইনানুগ ব্যবস্থা নেবে, যেন ভাঙচুর না হয় সেজন্য আমরা এখানে এসেছি। ’

সিটি করপোরেশন লেখা বুলডোজার দিয়ে কারা দখল করল এই জমি? এ ব্যাপারে জানতে চাইলে ডিএসসিসি’র মেয়র সাঈদ খোকন বলেন, ‘আজকে আমাদের কোনো উচ্ছেদ অভিযান চলেনি। বুলডোজার যেখানে রাখা থাকে, সব বুলডোজার সেখানেই ছিল। শহরের কোথাও আজ আমাদের বা কোনো ম্যাজিস্ট্রেটের অভিযান পরিচালিত হয়নি। যদি এ ধরনের কোনো কিছু হয়ে থাকে, অন্য কোনো ডিপার্টমেন্ট করেছে কিনা, তা আমার জানা নেই। কিংবা যদি কোনো দুষ্কৃতিকারী করে থাকে, সেটার ব্যবস্থা অবশ্যই পুলিশ নেবে। ’

মেয়র আরও বলেন, ‘আমি বিষয়টি অনুসন্ধান করার জন্য ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) জানাবো। ’ মেয়র তাৎক্ষণিক দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।