ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

পুঠিয়ায় ধর্ষণের শিকার স্কুলছাত্রী ওসিসিতে ভর্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
পুঠিয়ায় ধর্ষণের শিকার স্কুলছাত্রী ওসিসিতে ভর্তি

রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলায় অপহরণের পর ধর্ষণের শিকার ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে সোমবার (১৬ নভেম্বর) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার পর বর্তমানে তার চিকিৎসা চলছে।


 
রামেক হাসপাতালের ওসিসিতে দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) নাজমা খাতুন জানান, তার শারীরিক অবস্থা ভালো নয়। মঙ্গলবার (১৭ নভেম্বর) তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হবে।

পুঠিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) হাফিজুর রহমান জানান, ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীকে গণ্ডগোহালী এলাকার খোকন নামে এক ব্যক্তি গত ৬ নভেম্বর অপহরণ করেন। এরপর তাকে নিয়ে চলে যান নরসিংদী জেলায়। সেখানে মেয়েটিকে আটকে রেখে ধর্ষণ করেন খোকন। পরে সেখান থেকে ওই ছাত্রীকে নিয়ে খোকন গত শনিবার বিকেলে নাটোরে এলে তাকে গ্রেফতার করা হয়।
 
এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান হাফিজুর রহমান।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
এসএস/ওএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।