ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বসুন্ধরা কনভেনশন সেন্টারে ট্যুরিজম ফেয়ার ১৯ নভেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
বসুন্ধরা কনভেনশন সেন্টারে ট্যুরিজম ফেয়ার ১৯ নভেম্বর ছবি: সোহাগ/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ১৯ নভেম্বর থেকে ২১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার। ৩ দিনের এ মেলা প্রতিদিন সকাল ১০টায় শুরু হবে।



মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)।

সংবাদ সম্মেলনে টোয়াব সভাপতি ড. আকবর উদ্দিন আহমদ জানান, মেলায় দেশি-বিদেশি মোট ১৬০টি স্টল থাকবে। দর্শণার্থীরা ২০ টাকার টিকিট কেটে মেলায় প্রবেশ করতে পারবেন।

তিনি বলেন, মেলায় দেশি-বিদেশি ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্ট, বিমান সংস্থা, স্থানীয় ও আন্তর্জাতিক হোটেল, রিসোর্ট, ব্যাংক ও শিক্ষা প্রতিষ্ঠানসহ পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশ নেবে। মেলা উপলক্ষে হ্রাসকৃত মূল্যে বিভিন্ন প্যাকেজ থাকছে।

আকবর উদ্দিন আহমদ আরও বলেন, গত তিন বছরে আমরা ১৫ হাজার কোটি টাকা লোকসান দিয়েছি। এজন্য আমরা সরকারের কাছে আর্থিক সহায়তা চাই না। তবে পলিসি সহায়তা চাই। বাংলাদেশ ব্যাংক বিশেষ তহবিল গঠন করে এই পলিসি সহায়তা করতে পারে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- টোয়াব’র প্রথম সহ-সভাপতি মো. রাফেউজ্জামান, সহ-সভাপতি এস এম হাফিজুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
এএসএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।