ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রীর ফেনী সফর বাতিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
স্বরাষ্ট্রমন্ত্রীর ফেনী সফর বাতিল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

ফেনী: বুধবার(১৮ নভেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সফর ফেনী বাতিল করা হয়েছে।

মঙ্গলবার(১৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (এসএসপি) শামছুল আলম সরকার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।



তিনি জানান, অনিবার্য কারণবশত স্বরাষ্ট্রমন্ত্রী ফেনী সফর বাতিল করেছেন।

বুধবার সকালে জেলার পরশুরাম উপজেলার বিলোনীয় স্থলবন্দর পরিদর্শন ও বিকেলে শহরের ট্রাংক রোডের শহীদ মিনারে বিএনপি জামায়াতের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে জেলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।