ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ধুনটে ৪ মোটরসাইকেল চালকের জরিমানা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
ধুনটে ৪ মোটরসাইকেল চালকের জরিমানা ছবি: প্রতীকী

ধুনট(বগুড়া): বগুড়ার ধুনটে ৪ মোটরসাইকেল চালককে এক হাজার ৪০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ধুনট-শেরপুর রোডের হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান।



দণ্ডপ্রাপ্তদের মধ্যে শেরপুর উপজেলার রামচন্দ্রপুরপাড়ার শফি আলম ও কাজিপুর উপজেলার সোনামুখী গ্রামের শাহজাহান আলীকে ৫০০ টাকা করে এবং শেরপুরের ভাটরা গ্রামের আব্দুর রাজ্জাক ও ধুনট সদরের মালোপাড়ার রাখাল চন্দ্রকে ২০০ টাকা করে জরিমানা করা হয়।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিস সহকারী জহুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, দণ্ডপ্রাপ্তরা ট্রাফিক আইন অমান্য করে রাস্তায় মোটরসাইকেল চালাচ্ছিলেন ছিলেন। এ কারণে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ৪ মোটরসাইকেল চালককে এক হাজার ৪০০টাকা জরিমানা করেন।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।