ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বিজয়নগরে ইভটিজার সন্দেহে ৫ তরুণ আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
বিজয়নগরে ইভটিজার সন্দেহে ৫ তরুণ আটক ছবি: প্রতীকী

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ইভটিজার সন্দেহে পাঁচ তরুণকে আটক করেছে পুলিশ।
 
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার ইসলামপুর এলাকার একটি বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।



আটকরা হলেন, সুবিত লাল দাস, হৃদয়, প্রাণতোষ, আশিক মিয়া ও আল-আমিন। তাদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে। তারা উপজেলার বুধন্তি ইউনিয়নের বাসিন্দা।

ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে জেএসসি পরীক্ষা চলাকালীন কাজী মোহাম্মদ রফিকুল ইসলাম বিদ্যালয়ের সামনে ওই তরুণরা ঘোরাফেরা করছিলেন। পরে পুলিশ তাদের ইভটিজার সন্দেহে আটক করে ফাঁড়িতে নিয়ে আসে।

তিনি আরো জানান, আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের অভিভাবকদের খবর দিয়ে থানায় আনা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।