ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

জেডিসি পরীক্ষার্থীকে উক্ত্যক্ত করায় বখাটের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
জেডিসি পরীক্ষার্থীকে উক্ত্যক্ত করায় বখাটের কারাদণ্ড ছবি: প্রতীকী

লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় এক জেডিসি পরীক্ষার্থীকে উক্ত্যক্ত করায় নাজমুল হাসান (১৯) নামে এক বখাটেকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কালীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শাহীনুর আলম এ আদেশ দেন।



বখাটে নাজুমল হাসান কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের বরনতল গ্রামের আলতাফ হোসেনের ছেলে।

পুলিশ জানায়, বরনতল দাখিল মাদ্রাসার এক ছাত্রীকে জেডিসি পরীক্ষা দিতে দলগ্রাম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে যাওয়া-আসার পথে উক্ত্যক্ত করতেন নাজমুল হাসান।
এ ব্যাপারে ছাত্রীর পরিবারের পক্ষ থেকে একাধিকবার তাকে সাবধান করা হয়।

মঙ্গলবার দুপুরে পরীক্ষা শেষে ওই ছাত্রীকে ফেরার পথে  পুনরায় উক্ত্যক্ত করেন ওই বখাটে। এ সময় ছাত্রীর চিৎকারে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

পরে বিকেলে ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের কারাদণ্ড দেয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল ইসলাম বাংলানিউজকে জানান, সন্ধ্যায় বখাটে যুবককে লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।