ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নেপালকে আরও সহায়তা দেবে বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
নেপালকে আরও সহায়তা দেবে বাংলাদেশ

ঢাকা: চলতি বছরের এপ্রিলে শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত নেপালকে আরও সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে গণভবনে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত হরি কুমার শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় প্রধানমন্ত্রী আরও সহায়তার আশ্বাস দেন।
 
দেশটিতে ভূমিকম্প পরবর্তী জ্বালানি তেল, চাল এবং ওষুধের চাহিদা পূরণে বাংলাদেশের সহায়তা চান নেপালের রাষ্ট্রদূত। এর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপালকে প্রয়োজনীয় আরও সহায়তা দেওয়ার কথা বলেন।
 
নেপালের ভূমিকম্পের পরপরই চিকিৎসকদের দল, ওষুধ এবং এক লাখ মেট্রিক টন চাল পাঠানোর জন্য শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রদূত হরি কুমার।
 
বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
এমইউএম/আইএ

** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় স্বরাষ্ট্র সচিবের সাক্ষাৎ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।