ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

একরাম হত্যা মামলার বিচার শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
একরাম হত্যা মামলার বিচার শুরু

ফেনী: আলোচিত ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক একরাম হত্যা মামলার বিচার কাজ শুরু হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে ফেনী জেলা দায়রা জজ দেওয়ান মো. শফিউল্লাহর আদালত অভিযোগ আমলে নিয়ে বিচার কাজ শুরুর আদেশ দেন।



তবে আদালত মামলার পরবর্তী তারিখ ২০১৬ সালের ১১ জানুয়ারি নির্ধারণ করেন।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট হাফেজ আহম্মেদ বাংলানিউজকে এ  তথ্য জানিয়েছেন।
 
এরআগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আলোচিত এ মামলার ৪৩ আসামিকে আদালতে হাজির করা হয়। এদের মধ্যে ফেনী কারাগারে থাকা ৩৭ জন ও জামিনে থাকা ৫ আসামিসহ ঢাকা কেন্দ্রীয় কারাগারের অধীনে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন প্রধান আসামি বিএনপি নেতা মাহাতাব উদ্দিন আহম্মেদ চৌধুরী মিনারকে আদালতে হাজির করা হয়।

চলতি বছরের গত ১৩ অক্টোবর ফেনীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমান খান জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি স্থানান্তরের আদেশ দেন।

২০১৪ সালের ২০ মে ফেনী শহরের বিলাসী সিনেমা হলের সামনে একরামুল হককে দিনে-দুপুরে প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করে সন্ত্রাসীরা।

এ ঘটনায় তার ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপি নেতা মাহাতাব উদ্দিন আহম্মেদ চৌধুরী মিনারের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ৩০-৩৫ জনকে আসামি করে ফেনী মডেল থানায় মামলা করেন।

এ মামলায় পুলিশ ও র‌্যাব জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আদেল, পৌর কমিশনার শিবলু, যুবলীগ নেতা মিস্টার, জিহাদ ও ফেনী -২ আসনের সংসদ সদস্য (এমপি) নিজাম হাজারীর মামাতো ভাই আবিদসহ এ পর্যন্ত ৪৩ জনকে গ্রেফতার করেছে।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।