ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

তালায় জাল টাকাসহ যুবক আটক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
তালায় জাল টাকাসহ যুবক আটক

তালা (সাতক্ষীরা): সাতক্ষীরার তালা উপজেলায় জাল টাকাসহ শামীম শেখ (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে এক হাজার টাকার ১০টি জাল নোট উদ্ধার করা হয়।



মঙ্গলবার (১৭ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মাগুরা বাজার থেকে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ তাকে আটক করে।

আটক শামীম জেঠুয়া গ্রামের আবুবক্কার শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাতে মাগুরা বাজারে কবিরের ফলের দোকানে ফল কিনতে যান শামীম। এসময় তিনি ফলের মূল্য হিসেবে যে নোট দেন তা পরীক্ষা করে জাল নোট বলে নিশ্চিত হন দোকানদার। বিষয়টি দ্রুত বাজারে জানাজানি হয়।

একপর্যায়ে বিষয়টি থানায় জানানো হলে তালা থানার উপ-পরিদর্শক (এসআই) আকরাম হোসেন ঘটনাস্থলে গিয়ে শামীমকে আটক করে থানায় নিয়ে যান।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম বাংলানিউজকে বিষয়টি জানান।

বাংলাদেশ সময়:০৮৩১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।