ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
ফেনীতে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ফেনী: মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডের পুনর্বিবেচনা (রিভিউ) ও বিএনপি নেতা সালাহ উদ্দিন কাদের চৌধুরীর রায়কে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় বুধবার (১৮ নভেম্বর) ফেনীতে তিন প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বাংলানিউজকে এ তথ্য জানান ফেনী জয় লস্কর-৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের (বিজিবি) অধিনায়ক ল্যাফটেনেন্ট কর্নেল শামীম ইফতেখার।



তিনি জানান, ইতোমধ্যেই জয়লস্কর-৪ বিজিবির দুই প্লাটুন বিজিবি ফেনী শহরসহ জেলার বিভিন্নস্থানে টহলরত রয়েছে। দুই প্লাটুন নোয়াখালী পাঠানো হয়েছে। নাশকতা এড়াতে বুধবার ভোর থেকে ফেনীতে আরও এক প্লাটুন বিজিবি মোতায়েন হবে।

এদিকে, ফেনীর সহকারী পুলিশ সুপার (সার্কেল) আমিরুল হক বাংলানিউজকে জানান, দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ডের পুনর্বিবেচনাকে (রিভিউ) কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় ফেনী শহরের টাংক রোড়, এস এসকে রোড়, জামায়াত অধ্যুষিত শান্তি কোম্পানি রোড়, কুমিল্লা বাস স্ট্যান্ড, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশসহ জেলার বিভিন্নস্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে, যুদ্ধাপরাধ মামলার সাজাপ্রাপ্ত কাদের মোল্লা, কামরুজ্জামান ও সাইদীর রায়কে কেন্দ্র করে ফেনীতে ব্যাপক নাশকতা চালিয়েছিলেন জামায়াত শিবিরের নেতা-কর্মীরা।

এসময় তারা ব্যাংক, সরকারী টেলিফোন অফিসসহ বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করেন।

বাংলাদেশ সময়: ০২৩৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫/আপডেট: ০৩৪৬ ঘণ্টা
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।