ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় সর্তকাবস্থায় পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
খুলনায় সর্তকাবস্থায় পুলিশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে মানবতাবিরোধী অপরাধী জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আবেদনের আদেশ দেওয়াকে কেন্দ্র করে খুলনায় সর্তকাবস্থায় রয়েছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় মৃত্যুদণ্ডের রিভিউর রায় দেওয়া হবে।



রায়কে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মহানগরীর প্রবেশদ্বার ও গুরুত্বপূর্ণ পয়েন্টে বাড়তি নজরদারির ব্যবস্থা করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।

কেএমপির মুখপাত্র এডিসি শেখ মনিরুজ্জামান মিঠু বাংলানিউজকে জানান, মানবতাবিরোধী অপরাধী জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ রায় ঘোষণাকে কেন্দ্র করে নগরীতে সর্তকাবস্থায় রয়েছে পুলিশ। অতিরিক্ত ফোর্স মোতায়েন রয়েছে।

তিনি জানান, স্পর্শকাতর স্থানগুলোতে বিশেষ নজরদারি ও মহানগরীতে টহল জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী সকাল থেকেই দায়িত্ব পালন করছেন সবাই।
 
এদিকে, সকাল থেকেই আদালত চত্বর, গুরুত্বপূর্ণ সরকারি দফতর ও স্থাপনায় পুলিশি টহল লক্ষ্য করা গেছে।
 
বাংলাদেশ সময়: ০৯১৬ ঘণ্টা,  নভেম্বর ১৮, ২০১৫
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।