যশোর: যশোরের শার্শা উপজেলার মহিষাকোড়া মাঠ থেকে ছয় কেজি রূপাসহ আসমত আলী (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টার দিকে তাকে আটক করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, সকালে মহিষাকোড়া সীমান্ত দিয়ে চোরাইপথে ভারত থেকে রূপা আনা হচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে আসমত নামে এক মোটরসাইকেল আরোহীকে আটক করে পুলিশ। পরে তার দেহ তল্লাশি করে ছয় কেজি রূপা পাওয়ায় তাকে আটক করা হয়।
এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
এসআই