ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মুজাহিদের গ্রামের বাড়ি ফরিদপুরে আনন্দ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
মুজাহিদের গ্রামের বাড়ি ফরিদপুরে আনন্দ মিছিল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ

ফরিদপুর: মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় বহাল থাকায় তার গ্রামের বাড়ি ফরিদপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) মুজাহিদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

একইসঙ্গে মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে মুজাহিদের আবেদন খারিজ করে দিয়েছেন সর্বোচ্চ আদালত।

রায় ঘোষণার পর পরই এ রায়ে সন্তোষ প্রকাশ করে রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন সংগঠনসহ ফরিদপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহরে আনন্দ মিছিল করেছেন।

জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও শহরে মিছিল বের করেন।

ছাত্রলীগের মিছিলটি সরকারি রাজেন্দ্র কলেজ ক্যাম্পাস থেকে বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য দেন শহর যুবলীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শওকত আলী জাহিদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

পরে মুজাহিদের ফাঁসির রায় বহাল থাকায় আনন্দ প্রকাশে উপস্থিত সকলের মধ্যে মিষ্টি বিতরন করা হয়।

সর্বোচ্চ আদালতের বুধবারের রায়ের মধ্য দিয়ে শেষ হলো একাত্তরের কিলিং স্কোয়ার্ড আলবদর বাহিনীর প্রধান মুজাহিদের মামলার আইনি লড়াই। তাকে ফাঁসিতে ঝুলিয়ে রায় কার্যকরের বিষয়টিও চূড়ান্ত ধাপে পৌঁছালো। সর্বশেষ ধাপে এখন কেবলমাত্র রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারবেন তিনি। প্রাণভিক্ষা না চাইলে বা চাওয়ার পর আবেদন নাকচ হলে মৃত্যুদণ্ড কার্যকর করতে আর কোনো বাধা থাকবে না।

আইন অনুসারে তখন সরকারের সিদ্ধান্ত অনুসারে যেকোনো সময় মুজাহিদের ফাঁসির রায় কার্যকর করতে পারবে কারা কর্তৃপক্ষ।

এ রায় কার্যকরের পর মুজাহিদকে জন্ম দেওয়ার কলঙ্ক থেকে মুক্ত হবে ফরিদপুর- এমনটিই মনে করছেন ফরিদপুরবাসী।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
আরকেবি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।