ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ৭ অপহরণকারী আটক, অপহৃত ব্যক্তি উদ্ধার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
রাজধানীতে ৭ অপহরণকারী আটক, অপহৃত ব্যক্তি উদ্ধার ছবি : প্রতীকী

ঢাকা: রাজধানীর পল্টন ও শাহজাহানপুর এলাকা থেকে অপহরণকারী চক্রের সাত সদস্যকে আটক ও সোহেল নামে এক অপহৃতকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে দু’টি ছুরি ও একটি চাপাতি উদ্ধার করা হয়।



বুধবার (১৭ নভেম্বর) বিকেলে পৌনে ৪টায় র‌্যাব’র পক্ষ থেকে পাঠানো এসএমএসে এ তথ্য জানানো হয়।

বিকেল ৫টায় টিকাটুলি র‌্যাব-৩ এর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
এসজেএ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।