ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পরীক্ষার্থীর মাকে ছুরিকাঘাত, মাদ্রাসা ছাত্রের কারাদণ্ড

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
পরীক্ষার্থীর মাকে ছুরিকাঘাত, মাদ্রাসা ছাত্রের কারাদণ্ড ছবি : প্রতীকী

সারিয়াকান্দি (বগুড়া): উত্ত্যক্ত করার সময় বাধা দেওয়ায় এক জেএসসি পরীক্ষার্থীর মাকে ছুরিকাঘাত করার অপরাধে বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় আব্দুল করিম (১৬) নামে এক মাদ্রাসা ছাত্রকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাসান এ দণ্ডাদেশ দেন।



সারিয়াকান্দি সিনিয়র ফাজিল মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্র আব্দুল করিম পৌর এলাকার বাড়ইপাড়া গ্রামের হাবিল প্রামাণিকের ছেলে।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইয়িদ মো. ওয়াহেদুজ্জামান বাংলানিউজকে জানান, সকালে উপজেলার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের সামনে এক জেএসসি পরীক্ষার্থী ছাত্রীকে উত্ত্যক্ত কর‍ার সময় তার মা করিমকে বাধা দেয়। করিম তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে থানায় সোপর্দ করে।

দুপুরে আব্দুল করিমকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নিবার্হী ম্যাজিস্ট্রেট তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

আহত নারী বর্তমানে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
এএটি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।