ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মিরপুরে দুই নারীসহ ৪ ভুয়া ডিবি পুলিশ আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
মিরপুরে দুই নারীসহ ৪ ভুয়া ডিবি পুলিশ আটক

ঢাকা: রাজধানীর মিরপুরে এক ব্যবসায়ীকে অপহরণের সময় ওয়াকিটকি ও হাতকড়াসহ চার ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৪টায় মিরপুরের পাইকপাড়া এলাকা থেকে ওই ব্যবসায়ীকে উদ্ধার করার পাশাপাশি চার ভ‍ুয়া ডিবি পুলিশকে আটক করা হয়।



মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহবুব হাসান বাংলানিউজকে জানান, ডিবি পুলিশ পরিচয় দিয়ে ওই ব্যবসায়ীকে অপহরণ করা হচ্ছিলো। এমন সময় তথ্য পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে দুই নারীসহ ভুয়া ডিবি পুলিশের চার সদস্যকে হাতেনাতে আটক করা হয়।

কিন্তু যে মাইক্রোবাসে করে ওই ব্যবসায়ীকে অপহরণ করা হচ্ছিলো সেটি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটন‍াস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

তিনি আরও জানান, আটকদের কাছ থেকে দু’টি ওয়াকিটকি এবং একটি হাতকড়া উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তাৎক্ষণিক উদ্ধার করা ব্যবসায়ী ও আটকদের পরিচয় জানা যায়নি। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
এনএইচএফ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।