ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মুজাহিদের ‘মিশন তামান্না’ যেন মৃত্যুপুরী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
মুজাহিদের ‘মিশন তামান্না’ যেন মৃত্যুপুরী ছবি: শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর উত্তরা ১১নং সেক্টরের ১০ নম্বর রোডে অবস্থিত ‘মিশন তামান্না’ নামক বাড়িটির দিকে বার বার চোখ আটকে যাচ্ছিলো পাশ দিয়ে যাওয়া মানুষজনের। বাড়িটির আশেপাশে নেই কোনো পুলিশের নিরাপত্তা বলয়, নেই নেতাকর্মীদের ভিড়।

বাড়িটি যেন এখন এক মৃত্যুপুরী। শুধু বাড়িটির মূল ফটকের সামনে একজন বৃদ্ধ দারোয়ান বসে আছেন।

বাড়িটি একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দড়িতে ঝুলতে যাওয়া জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের।

বুধবার (১৮ নভেম্বর) দেশের সর্বোচ্চ আদালত রিভিউ আবেদন খারিজ করে মুজাহিদের ফাঁসির রায় বহাল রাখার পর উত্তরার ওই বাড়িটির এমনই অবস্থা। এই বাড়িতেই মুজাহিদ তার স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে থাকতেন।

বাড়িটির ব্যবস্থাপক কামাল বাংলানিউজকে জানান, মুজাহিদের ছেলেরা সকাল থেকেই বাইরে রয়েছেন। বাসায় তার স্ত্রী ছাড়া আর কেউ নেই।

তিনি বলেন, রিভিউ আবেদন খারিজ হওয়ার পর মুজাহিদের স্ত্রীর বোনেরা এখানে এসেছিলেন। তাছাড়া এখন পর্যন্ত কোনো আত্নীয়-স্বজন আসেননি।

মুজাহিদের ফাঁসির রায় বহাল রাখার প্রতিবাদে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিলেও জামায়াতের কোনো নেতাকর্মী এ বাড়িতে আসেনি বলেও তিনি জানান।

কামাল আরও বলেন, প্রশাসনের পক্ষ থেকেও কেউ আসেননি।

বিএনপি-জামায়াত জোট সরকারের সমাজকল্যাণমন্ত্রী মুজাহিদের পৈত্রিক বাড়ি ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকায়।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
আরএম/আরএইচএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।