ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

এটাই বুঝি শেষ প্রণাম!

খোরশেদ আলম সাগর, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
এটাই বুঝি শেষ প্রণাম! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লালমনিরহাট: এটাই বুঝি জীবনের শেষ প্রণাম। মরে গেলেও আর বাবার মুখ দেখার সৌভাগ্য বুঝি হবে না।

ভালো থেকো বাবা আমাদের আর্শিবাদ করিও।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সদ্য বিলুপ্ত উত্তর গোতামারী ছিটমহলের বাসিন্দা ভৈরব চন্দ্রকে এভাবেই বিদায় জানান তার মেয়ে সৈব্য রানী।

উত্তর গোতামারী বিলুপ্ত ছিটমহলের বাসিন্দা ভৈরব চন্দ্র ভারতের নাগরিকত্ব নিতে আবেদন করেন। তিন মেয়ে দুই ছেলের সংসার তার। দুই মেয়ের বিয়ে দিয়েছেন বাংলাদেশে। আর এক মেয়ে ও দুই ছেলেকে নিয়ে চলে গেলেন নিজ দেশ ভারতে।

তিন ছেলে-মেয়ে ও স্ত্রী নিয়ে ভৈরব চন্দ্র সকালে ভারতের উদ্দেশে রওনা দেওয়ার আগ মুহূর্তে এ দেশে থাকা মেয়ে-জামাইসহ সব আত্মীয়-স্বজন আসেন তাদের বিদায় জানাতে।

এসময় তার মেয়ে বিলাপ করতে করতে বলেন, জীবনে অনেক বার বাবাকে প্রণাম করছি। কিন্তু এতো কষ্ট কখনও পাইনি। এটাই বুঝি জীবনের শেষ প্রণাম। আর হয়তো কোনোদিন বাবাকে প্রণাম করতে পারবো না।

ওই একই বিলুপ্ত ছিটের বিনয়ের ছেলে বিপুলের সঙ্গে বিয়ে হয়েছে কালীগঞ্জ উপজেলার চামটা এলাকার ধরনী কান্তের মেয়ে প্রিয়াংকার। স্বামী আর সন্তানের মুখ চেয়ে নিজ প্রিয় জন্মভূমি, বাবা-মা, ভাই-বোন আত্মীয়-স্বজন সব কিছু ছেড়ে ভারতে গেছেন তিনি। যাওয়ার আগে তাকেও শেষ বিদায় জানাতে ছুটে আসেন বাবা-মা, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব।

প্রিয়াংকা বাংলানিউজকে বলেন, স্বামী আর সন্তানের জন্য ভারতে যাচ্ছি। মরার সময়ও বাবার বাড়ির কাউকে হয়তো দেখতে পারবো না। এসময় কান্নায় ভারি হয়ে ওঠে পুরো উত্তর গোতামারী গ্রাম। সকালে ভারতের উদ্দেশে রওনা হতে হবে বলে আগের রাতে অনেকেই রান্না করেননি। কিন্তু তাতে খাওয়া থেমে থাকেনি কারো। প্রতিবেশীরাই তাদের আপ্যায়নের ব্যবস্থা করেন।

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে প্রথম দলটি ভারত পৌঁছায়। এই দলে ১৮ পরিবারে ৬২ জন রয়েছেন। এই দলের সবাই লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সদ্য বিলুপ্ত উত্তর গোতামারী ছিটমহলের বাসিন্দা। সকাল সাড়ে ১১টার দিকে যাত্রা শুরু করেন তারা।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।