রাজশাহী: রাজশাহীর বাগমারায় ভাইয়ের হাতে ভাই নিহত হয়েছেন।
নিহত ওই ব্যক্তির নাম আব্দুর রহমান (৫৫)।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় গ্রামে এ মারামারির ঘটনা ঘটলে আহত আব্দুর রহমানকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর একটার দিকে তার মৃত্যু হয়।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, বৃহস্পতিবার বিকেলে আব্দুর রহমানের ছেলে ইসাহাক সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় ইসাহাকের চাচা সুরুজের ছেলের সঙ্গে তার সাইকেল ধাক্কা লাগে।
এ ঘটনার জের ধরে সন্ধ্যায় আব্দুর রহমানের সঙ্গে অন্য দুই ভাই সুরুজ ও শামসুলের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে সুরুজ ও শামসুল মিলে তাকে লাঠি দিয়ে পেটান। এতে মাথায় আঘাত পেয়ে আব্দুর রহমান গুরুতর আহত হন।
পরে বুধবার রাতে তাকে রামেক হাসপাতালে নিয়ে আসা হলে বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য বর্তমানে মর্গে রাখা হয়েছে।
ওসি আরও জানান, এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। মামলা হলে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
এসএস/এসএস