ঢাকা: বিশ্বের মধ্যে বাংলাদেশ শিশু বিবাহের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বলে জানিয়েছে বেসরকারি সংস্থা ইনেশিয়েটিভস ফর ম্যারেড অ্যাডোলেসেন্ট গার্লস এমপাওয়ারমেন্ট (ইমেজ)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সম্মেলনে সংস্থাটি ‘বিবাহিত কন্যাশিশু সপ্তাহ’ পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন। এ সময় বাল্যবিয়ের শিকার বিভিন্ন শিশুদের চিঠিও পড়ে শুনানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্বে যেসব দেশে বাল্যবিয়ের হার সবচেয়ে বেশি তাদের মধ্যে বাংলাদেশ অন্যতম। বাংলাদেশে প্রতি ১০ জন মেয়ের মধ্যে ৭ জনেরই ১৮ বছরের আগে বিয়ে হয়ে যায়।
বক্তারা বলেন, শিশু বিয়ে যে ক্ষতিকর তা বিশ্বব্যাপী স্বীকৃত। এটি বন্ধ করতে শক্ত পদক্ষেপ নেওয়া উচিত। অল্পবয়সের কন্যাশিশুর বিয়ে বন্ধ করা যেমন প্রয়োজন, তেমনি যাদের বিয়ে হয়ে গেছে তাদের অধিকারও রক্ষা করা দরকার।
ইমেজ বাংলাদেশের তিনটি উত্তরাঞ্চলীয় জেলায় (নীলফামারী, গাইবান্ধা ও কুড়িগ্রাম) বিবাহিত কন্যাশিশুদের নিয়ে কাজ করছেন। যার অর্থায়ন করছে অ্যামব্যাসি অব দ্যা কিংডম অব নেদারল্যান্ডস (ইকেএন)। প্রজেক্টটির যৌথ উদ্যোক্তা তের দেসোম নেদারল্যান্ডস, রেডঅরেঞ্জ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস লিমিটেড, তের দেসোম-লুসান, এসকেএস ফাউন্ডেশন ও পল্লীশ্রী।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টেরিডাস হোমস এনএন জাতীয় সমন্বয়ক শিশু সুরক্ষা মরিয়ম নেছা, কান্ট্রি ডিরেক্টর মাহমুদুল কবির, ইমেজের প্রকল্প পরিচালক ফারহান জেসমিন হাসান, রেড অরেঞ্জ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক অর্ণব চক্রবর্তী ও বিএসএএফ পরিচালক আব্দুস শহিদ মাহমুদ।
বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
একে/ওএইচ/আইএ