হিলি(দিনাজপুর): জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি রফতানি বাণিজ্যসহ বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে। হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টেধারী যাত্রীরা পারাপার করছে।
বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম বাংলানিউজকে জানান, হরতালের মাঝেও বৃহস্পতিবার সকালে বন্দরের ভেতর থেকে পণ্য খালাস ও ভারতীয় খালি ট্রাকগুলো বের হয়ে তাদের দেশে গিয়েছে। পরে দুপুর ১টায় ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী ট্রাক বন্দরের ভেতরে ঢোকার মধ্য দিয়ে বন্দরের আমদানি রফতানি কার্যক্রম শুরু হয়।
হিলিস্থলবন্দর শুল্কস্টেশন ও বন্দরের ভেতরের সব কার্যক্রম চালু রয়েছে। বন্দরের ভেতর থেকে পণ্যভর্তি করে বাংলা ট্রাকগুলো বন্দর ছেড়ে গেছে। অপরদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মাঝে পাসপোর্টধারী যাত্রী পারাপার যথারীতি চালু রয়েছে বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
পিসি/