ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাষ্ট্রপতিকে চিঠি দেবেন মুজাহিদ

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
রাষ্ট্রপতিকে চিঠি দেবেন মুজাহিদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ

ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে: আইনের একটি বিষয়ে জানতে চেয়ে রাষ্ট্রপতিকে চিঠি দেবেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। আইনজীবীদের মাধ্যমে এ চিঠি দেবেন তিনি।



বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুজাহিদের সঙ্গে তার স্বজনরা সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা জানান। মুজাহিদের সঙ্গে দেখা করে বেরিয়ে কারাফটকে সাংবাদিকদের এ কথা জানান তার ছোট ছেলে আলী আহম্মদ মাবরুর।

তিনি বলেন, বাবা শক্ত এবং সুস্থ আছেন। খুব ভালোও আছেন। তিনি আমাদের বলেছেন, ‘আমি নির্দোষ, আমি নির্দোষ, আমি নির্দোষ। আমাকে যদি এভাবে ফাঁসি দেওয়া হয়, তবে হত্যা করা হবে। ’

আলী আহমদ মাবরুর বলেন, আমরা বাবার সঙ্গে প্রায় ৩০ মিনিট কথা বলেছি। তিনি মানসিকভাবে দৃঢ় আছেন। তিনি জানিয়েছেন, আইনের একটি বিষয়ে জানতে চাইছেন তিনি। রাষ্ট্রপতি যেহেতু একজন আইনজ্ঞ-আইনবিদ, তার কাছে বিষয়টি লিখিতভাবে জানতে চাইবেন বাবা। এজন্য আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ করতে চান বাবা। কারা কর্তৃপক্ষের কাছে আইনজীবীদের সাক্ষাৎ চেয়ে অনুরোধও করেছেন তিনি।

চিঠিটি প্রাণভিক্ষার বিষয়ে দেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে মাবরুর বলেন, এ নিয়ে বাবা আমাদের কিছু বলেননি। তিনি এ ব্যাপারে আইনজীবীদের সঙ্গেই কথা বলবেন।
mujahid_Son_bg
এ জামায়াত নেতার ছেলে আরও জানান, রিভিউ খারিজের বিষয়টি জেল কর্তৃপক্ষ তাকে জানায়নি। তবে তিনি শুনেছেন।

এসময় মুজাহিদের বড় ভাই আলী আফজাল মোহাম্মদ খালেছও জানান, মুজাহিদ মানসিকভাবে শক্ত আছেন। তিনি শারীরিকভাবেও ভালো আছেন। তার মধ্যে কোনো টেনশন নেই।

সাক্ষাৎ করার জন্য বেলা পৌনে ২টার দিকে কারাফটকে পৌঁছান মুজাহিদের ১২ স্বজন। আধাঘণ্টা সাক্ষাৎ শেষে বেরিয়ে আসেন তারা। মুজাহিদের সঙ্গে দেখা করা ১২ স্বজন হলেন- তার স্ত্রী তামান্না-ই-জাহান, বড় ভাই আলী আফজাল মোহাম্মদ খালেছ, ছোট ভাই ওজায়ের এম এ আকরাম, বড় ছেলে আলী আহম্মদ তাজদীদ, মেঝো ছেলে আলী আহম্মদ তাহকিক, ছোট ছেলে আলী আহম্মদ মাবরুর, মেয়ে তামরিনা ‍বিনতে মুজাহিদ, বড় ছেলের স্ত্রী ফারজানা জেবিন, মেঝো ছেলের স্ত্রী নাসরিন কাকলি, ছোট ছেলের স্ত্রী সৈয়দা রুপাইদা, ভাগনে আ ন ম ফয়েজ হাদী সাব্বির ও স্বজন  নুরুল হুদা।

একাত্তরে বুদ্ধিজীবী হত্যার দায়ে বুধবার (১৮ নভেম্বর) মুজাহিদকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে মুজাহিদের আবেদন খারিজও করে দিয়েছেন সর্বোচ্চ আদালত।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
এজেডএস/এনএ/এসজেএ/এইচএ

** শুক্রবার মুজাহিদের সঙ্গে দেখা করতে চান আইনজীবীরা
** নিজেকে এখনও নির্দোষ দাবি করছেন মুজাহিদ
** সাক্ষাৎ শেষে বাড়ি ফিরেছে সাকার পরিবার
** দেখা করার আবেদন মুজাহিদের পরিবারের
** মুজাহিদের সঙ্গে দেখা করলেন স্বজনরা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।