ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী রাজশাহী যাচ্ছেন সোমবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী রাজশাহী যাচ্ছেন সোমবার বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম

রাজশাহী: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম একদিনের সরকারি সফরে সোমবার (২৩ নভেম্বর) রাজশাহী আসবেন বলে জানা গেছে।

রোববার (২২ নভেম্বর) বিকেলে রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসার নাফেয়ালা নাসরিন এ তথ্য নিশ্চিত করেছেন।



সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী এদিন রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০’র বাস্তবায়ন সংক্রান্ত সভায় যোগদান করবেন। পরে তিনি বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের রাজশাহী কার্যালয় ও জুট মিল পরিদর্শন করবেন।

এদিনই বিকেলে তিনি রংপুরের উদ্দেশে রাজশাহী ত্যাগ করবেন।

বাংলাদেশ সম: ১৬২২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।