ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

জাবিতে ছাত্রলীগের আনন্দ মিছিল

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
জাবিতে ছাত্রলীগের আনন্দ মিছিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্যকর করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আনন্দ মিছিল করেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

রোববার (২২ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে অমর একুশের পাদদেশে এসে শেষ হয়।



মিছিলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান, যুগ্ম সম্পাদক মিঠুন কুণ্ডু, মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোর্শেদুর রহমান আকন্দ, দফতর সম্পাদক শহিদুল ইসলাম সাইফসহ তিন শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

মিছিল শেষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান বলেন, মানবতাবিরোধী অপরাধী জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্যকরের মাধ্যমে বাংলাদেশ কলঙ্কমুক্ত হলো।

মিছিলে ‘জামায়াত-শিবির রাজাকার, এই মুহুর্তে বাংলা ছাড়’, ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘সাকা-মুজাহিদের ফাঁসি হলো, বাংলাদেশ ধন্য হলো’সহ বিভিন্ন শ্লোগান দেওয়া হয়।

এর আগে শনিবার (২১ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামালউদ্দিন হল, শহীদ সালাম বরকত হল, মওলানা ভাসানী হল ও আল বেরুনী হলসহ (বর্ধিতাংশ) ছাত্র হলগুলোতে আনন্দ মিছিল করে করেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলে হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।