ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

৩৯ বছরে বিদেশ গেছেন ৯৫ লাখ কর্মী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
৩৯ বছরে বিদেশ গেছেন ৯৫ লাখ কর্মী

জাতীয় সংসদ ভবন থেকে: বাংলাদেশ থেকে সর্বপ্রথম ১৯৭৬ সালে বিদেশে কর্মী পাঠানো শুরু হয়। শুরু থেকে ২০১৫ সালের অক্টোবর পর্যন্ত বিএমইটি’র ছাড়পত্র নিয়ে ৯৫ লাখ ৭০ হাজার ১১২ জন কর্মী বিদেশে গেছেন বলে সংসদে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।


 
রোববার (২২ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তরকালে মোহাম্মদ সুবিদ আলী ভুঁইয়ার (কুমিল্লা-১) প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী।
 
তিনি আরও জানান, বাংলাদেশ বিশ্বের ১৬০টি দেশে কর্মী পাঠাচ্ছে। সরকারি ব্যবস্থাপনার পাশাপাশি সরকারি রিক্রুটিং এজেন্সিসমূহ সরকারের পক্ষে বিশ্বের বিভিন্ন দেশে কর্মী পাঠায়।
 
মন্ত্রী বলেন, শুধু সরকারি ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়া, হংকং, জর্ডান ও মালয়েশিয়ায় কর্মী পাঠানো হয়। অবশিষ্ট দেশে সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সি কর্মী পাঠায়।
 
জানুয়ারি-২০০৯ থেকে জুন ২০১৫ পর্যন্ত- এই ছয় বছরে সরকারি ব্যবস্থাপনায় ৪৮ হাজার ৪৪১ জন এবং সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে ৩০ লাখ ২৭ হাজার ৬২৪ জন বাংলাদেশী কর্মী বিদেশে গেছেন বলেও জানান মন্ত্রী।
 
ফাহমী গোলন্দাজ বাবেলের (ময়মনসিংহ-১০) অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ১৯৭৬ সাল থেকে অক্টোবর ২০১৫ পর্র্যন্ত বিএমইটির ছাড়পত্র নিয়ে সৌদি আরবে গমনকারী মোট বাংলাদেশি কর্মীর সংখ্যা ২৬ লাখ ৭৭ হাজার ৪৩৬ জন।
 
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
এসএম/এমজেএফ/

** দুদিন বিরতির পর অধিবেশন শুরু
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।