ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মুন্সীগঞ্জে ৫০ লাখ বর্গমিটার কারেন্ট জাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
মুন্সীগঞ্জে ৫০ লাখ বর্গমিটার কারেন্ট জাল জব্দ

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে ৫০ লাখ বর্গমিটার কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ইয়াকুব ফিশিং নেট নামে একটি কারখানা সিলগালা করা হয়।


 
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত সদর উপজেলার বিনোদপুরে অভিযান চালিয়ে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।
 
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-মামুন বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত বিনোদপুরের ইয়াকুব ফিসিং নেট কারখানায় অভিযান চালানো হয়। এ সময় ওই কারখানা থেকে ৫০ লাখ বর্গমিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
 
তিনি জানান, অবৈধ কারেন্ট জাল ও সূতা জব্দ করে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে। এছাড়া জব্দ করা কারেন্ট জাল পরে আগুন পুড়িয়ে দেওয়া হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫    
এমজেড 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।