ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

উন্নত দেশগুলো জলবায়ু পরিবর্তনে দায়ী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
উন্নত দেশগুলো জলবায়ু পরিবর্তনে দায়ী ছবি: শাকিল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জলবায়ু পরিবর্তন একটি মানবসৃষ্ট দুর্যোগ, এর জন্য দায়ী উন্নত দেশগুলো। বিশ্ব নেতারা এর দায় এড়াতে পারেন না বলে মন্তব্য করেছেন বিশিষ্ট পরিবেশ আন্দোলনকারী অ্যাডভোকেট সুলতানা কামাল।



বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) গোলটেবিল মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এ উপদেষ্টা বলেন, জলবায়ু পরিবর্তন এখন বাঁচা-মরা লড়াইয়ের পর্যায়ে চলে গেছে, বিরাট উদ্বেগ ও ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। এর কারণে বাংলাদেশে নদী ভাঙন, বন্যা, খরা ও উপকূলীয় অঞ্চলে পানির স্তর বেড়ে গিয়ে চাষাবাদ নষ্ট হতে পারে।

তিনি আরো বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি এখন আমরা বুঝতে পারছি না। কিন্তু এটা আমাদের ঘাঁড়ের উপর এসে পড়লেই ক্ষতি টের পাবো। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও নিরাপদ পৃথিবী রেখে যাওয়া আমাদের দায়িত্ব।

বিশ্ব জলবায়ু পদযাত্রা বাংলাদেশ উপলক্ষে সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জলবায়ু পদযাত্রা আয়োজক কমিটির সমন্বয়ক শরীফ জামিল, বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন, নটরডেম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জ্যোতি গোমেজ প্রমুখ।

আগামী ২৮ নভেম্বর জলবায়ু পরিবর্তনের ক্ষতি সম্পর্কে সাবাইকে অবহিত ও সচেতন করতে শহীদ মিনার থেকে শাহবাগ পর্যন্ত গণপদযাত্রার আয়োজন করা হয়েছে। দেশ ও দেশের ১৬ কোটি মানুষের জন্য বিশ্ব জলবায়ু পদযাত্রায় অংশ নেওয়ার আহ্বান জানান সুলতানা কামাল।

বাংলদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
এইচআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।