ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
খুলনায় অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: আর্মি সার্ভিস কোর ও রিমাউন্ট ভেটরিনারি অ্যান্ড ফার্ম কোর’র অধিনায়ক সম্মেলন-২০১৫ এবং পঞ্চম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় খুলনার এএসসি সেন্টার অ্যান্ড স্কুল জাহানাবাদ সেনানিবাসে এ সম্মেলন ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।


 
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।

এ সময় সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউলসহ বিভিন্ন পর্যায়ের বর্তমান ও সাবেক সেনা কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারিক আহমেদ সিদ্দিক বলেন, আজকের এই উৎসবমুখর সম্মেলনের মাধ্যমে এএসসি এবং আরভিঅ্যান্ডএফসি পরিবারের নবীন ও প্রবীণ সদস্যদের ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
এমআরএম/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।