ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

জলবায়ু সম্মেলন উপলক্ষে র‍্যালি রোববার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
জলবায়ু সম্মেলন উপলক্ষে র‍্যালি রোববার ছবি: শাকিল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্যারিস জলবায়ু সম্মেলন সামনে রেখে বিশ্বব্যাপী জনমানুষের সম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে দেশের জেলা শহর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে র‍্যালির আয়োজন করেছে অ্যাকশন-২০১৫ বাংলাদেশ কোয়ালিশন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ঢাকা রিপোটার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ খবর জানানো হয়।



সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশ পৃথিবীর অন্যতম অরক্ষিত জলবায়ুর দেশ। জলবায়ুর পরিবর্তনে অবস্থার আরও অবনতি ঘটবে। উপকূলীয় এলাকায় বন্যা ঝড়-জলোচ্ছ্বাস, লবণাক্ততার প্রভাবে দেশের উপকূলীয় এগারোটি জেলার ৮৭ উপজেলার মানুষ সরাসরি ক্ষতির সম্মুখীন হবে।

স্টেপস টোয়ার্ডস ডেভলপমেন্টের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন ব্রিট-এর সেক্রেটারি জেনারেল রাহাতুল আশেকিন।

আরও বক্তব্য রাখেন হেল্প এজ ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর নির্ঝরণ হাসান।

আগামী রোববার (২৯ নভেম্বর) সকাল দশটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে র‍্যালির উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকী। র‍্যালিটি কার্জন হলে গিয়ে শেষ হবে। এছাড়া ২৮ ও ২৯ নভেম্বর একই ইস্যুতে জেলা শহরে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
এইচআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।