ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

শাহজালালে কোটি টাকার অবৈধ ওষুধ জব্দ

স্টাফ করেসপন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
শাহজালালে কোটি টাকার অবৈধ ওষুধ জব্দ

ঢাকা: রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফরেন পোস্ট অফিস থেকে প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা মূল্যের অবৈধ ওষুধ জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় এসব ওষুধ জব্দ করা হয়।

ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার (এসি) শাহীদুজ্জামান সরকার বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, বিমানবন্দরের ফরেন পোস্ট অফিসে পণ্য স্ক্যানিং করার সময় এসব ওষুধ ধরা পড়ে। জব্দকৃত ওষুধ ক্যান্সার ও হেপাটাইটিস রোগের চিকিৎসার জন্য আনা হয়।

শাহীদুজ্জামান বলেন, কার্টনের ওপর প্রেরক ও প্রাপক দু’জনের নাম ঠিকানা পাওয়া যায়। তবে তদন্তের স্বার্থে ওই দু’জনের পরিচয় প্রকাশ করা যাচ্ছে না।

তিনি বলেন, এসব অবৈধ ওষুধ আমদানির সঙ্গে ধানমন্ডি এলাকার একটি সিন্ডিকেট জড়িত রয়েছে বলে আমরা জানতে পেরেছি।

জব্দকৃত ওষুধগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে। কোনো রোগী তা ব্যবহার করলে ক্ষতির আশঙ্কা রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫/ আপডেট: ১৮৪০
এসজেএ/আরএইচএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।