ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

অবশেষে রাস্তা থেকে সরানো হচ্ছে ট্রাক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
অবশেষে রাস্তা থেকে সরানো হচ্ছে ট্রাক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অবশেষে রাজধানীর তেজগাঁও রাস্তা থেকে ট্রাক সরাতে শুরু করেছেন ট্রাক মালিক ও শ্রমিকরা।

সোমবার (৩০ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে এ কার্যক্রম শুরু করেন তারা।

 

তেজগাঁও অঞ্চল ট্রাফিকের এসি আবু ইউস‍ূফ বাংলানিউজকে জানান, মালিক-শ্রমকি সবাই মিলে ট্রাক সরানো শুরু করেছেন। কিছুক্ষণের মধ্যেই রাস্তা থেকে ট্রাক সরানো শেষ হবে।

এর আগে বাংলাদেশ ট্রাক, কাভার্ড ভ্যান চালক অ্যাসোসিয়েশনের নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। এরপর পরপরই এ কার্যক্রম শুরু হয়।   

এর আগে রোববার (২৯ নভেম্বর) দুপুরে অবৈধ দখল উচ্ছেদে অভিযান শুরু হয়।

অভিযানের শেষ ভাগে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়া, ঘণ্টার পর ঘণ্টা বিক্ষোভ, মিথ্যা গুজবে ভর করে উত্তেজনার মধ্যদিয়ে অভিযান পণ্ড হয়ে যায়।

শ্রমিকদের বিক্ষোভে মুখে বাংলাদেশ ট্রাক, কাভার্ড ভ্যান চালক অ্যাসোসিয়েশনের কার্যালয়ে প্রায় সাড়ে তিন ঘণ্টা ‘অবরুদ্ধ’ ছিলেন অভিযানের নেতৃত্বে থাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক।

এরপর বিক্ষোভরত শ্রমিকরা ট্রাকস্ট্যান্ডের সামনের সড়কে নেমে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে বেশ কয়েকজন সংবাদকর্মী আহত হন। এক পর্যায়ে সাতরাস্তা মোড়েও বিক্ষোভের পাশাপাশি গাড়ি ভাঙচুর করেন তারা।

নগরীর ভেতর থেকে অবৈধ এ ট্রাক স্ট্যান্ড উচ্ছেদে একাধিকবার সেখানে গিয়ে খালি হাতেই ফিরতে হয়েছে মেয়র আনিসুল হককে।

ট্রাকের কারণে সাতরাস্তা থেকে কারওয়ানবাজার ফার্মগেট সড়কটি প্রায় বন্ধ হয়ে পরার উপক্রম ছিলো। যানচলাচল যেমন ব্যাহত হতো তেমনি মানুষের স্বাভাবিক হাটাচলাও দায় হয়ে পড়েছিলো।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
একে/বিএস

** তেজগাঁও পরিস্থিতি স্বাভাবিক, সরেনি ট্রাক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।