ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে বাস খাদে পড়ে নিহত ১, আহত ২০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
ধামরাইয়ে বাস খাদে পড়ে নিহত ১, আহত ২০ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ধামরাই (ঢাকা): ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে সূতিপাড়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।



সোমবার (৩০ নভেম্বর) সকালে সূতিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পদ্মালাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস গাবতলী থেকে মানিকগঞ্জ যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় আহত হন অন্তত বিশজন।

আহতদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে, বাসের হেলপার দ্বীপুকে (২০) মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

তিনি আরও জানান, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

গোলড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে গোলড়া হাইওয়ে থানায় আনা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।