ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে পিস্তলসহ আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
মানিকগঞ্জে পিস্তলসহ আটক ৪ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানিকগঞ্জ: মানিকগঞ্জে বিদেশি পিস্তলসহ চারজনকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।

সোমবার (৩০ নভেম্বর) দুপুর ২টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান পুলিশ সুপার মাহফুজুর রহমান।



এর আগে, রোববার (২৯ নভেম্বর) সদর উপজেলার জাগীর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটকরা হলেন- শহরের পশ্চিম সেওতা এলাকার মৃত আরশেদ আলীর ছেলে নুরুল ইসলাম (২৫), মৃত মোহাম্মদ আলীর ছেলে মোস্তফা (৫০), শিবালয়ের রুপসা গ্রামের মৃত সামসুল হকের ছেলে মতিউর রহমান (৩৬) ও ত্রিশুণ্ডি গ্রামের নেহালের ছেলে ফারুক (২৭)।
 
পুলিশ সুপার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ঢাকা-আরিচা মহাসড়কের জাগীর ব্রিজ এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এ সময় নুরুল ইসলামের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়।

এ ঘটনায় তার সহযোগী মোস্তাফা ও গাড়ির চালক মতিউর রহমানকে আটক করা হয়। পরে, নুরুল ইসলামের তথ্যের ভিত্তিতে আরেক সহযোগী ফারুককে আটক করা হয়।

নুরুল ইসলাম দীর্ঘদিন ধরে অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত। ১০ দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫    
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।