ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

চেতনানাশক খাইয়ে ডাকাতির চেষ্টা, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
চেতনানাশক খাইয়ে ডাকাতির চেষ্টা, আটক ২

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে ডাকাতির চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।



এছাড়া, চেতনানাশক মেশানো খাবার খেয়ে একই পরিবারের চারজন অসুস্থ হয়েছেন। তাদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রোববার (২৯ নভেম্বর) রাতে উপজেলার কালচোঁ ইউনিয়নের সাকচিপাড়া গ্রামের খালেক সর্দারের বাড়িতে রাতের খাবারের সঙ্গে চেতনানাশক মেশানোর এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

আটক যুবকরা হলেন- উপজেলার বাখরপাড়া গ্রামের মোফাজ্জলের ছেলে ওয়াসিম  (২৫) ও তার সহযোগী ইসমাইল হোসেন (২৬)। সোমবার (৩০ নভেম্বর) তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

অসুস্থ ব্যক্তিরা হলেন- সাকচিপাড়া গ্রামের খালেক সর্দার বাড়ির প্রবাসী শাহ আলমের স্ত্রী কুলছুমা (৩৫), তার মেয়ে শান্তা (১৪), সুমাইয়া (১২) ও সাদিয়া (৬)।

হাসপাতালে চিকিৎসাধীন কুলছুমা বেগম বাংলানিউজকে বলেন, রোববার সন্ধ্যায় তার ভাগ্নে (বোনের ছেলে) ওয়াসিম তাদের বাড়িতে আসে। পরে সে খাবার খেতে রান্না ঘরে যায় কিন্তু খাবার না খেয়ে চলে যায়।

রাত ৯টার দিকে আমার মেয়েরা খাবার খায়। এর পর আমি খাবার খাওয়ায় সময় তারা জ্ঞান হারিয়ে ফেলে। বিষয়টি বাড়ির অন্যদের জানাই।

ডাকাতির জন্য এ ঘটনা ঘটনা ঘটনা হয়েছে- বুঝতে পেরে রাতে পাহারা দেয় বাড়ির লোকজন। পরে ওয়াসিম ৪/৫ জন যুবককে নিয়ে আমার ঘরে প্রবেশ করে। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা লোকজন তাদের ধাওয়া করে দুইজনকে আটক করে।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, অসুস্থ মা ও মেয়েদের চিকিৎসা চলছে।

হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫    
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।