ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রামগঞ্জে ২ প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
রামগঞ্জে ২ প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৫

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে দুই প্রার্থীর মিছিল থেকে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে সংঘর্ষ হয়েছে। এতে ৫ জন আহত হয়েছেন।



সোমবার (৩০ নভেম্বর) দুপুরে রামগঞ্জ শহরের ফেমাস হাসপাতালে সামনে এ ঘটনা ঘটে।

পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটোয়ারী ও উপজেলা যুবলীগের সভাপতি এমরান হোসেন এমুর সমর্থকদের মধ্যে এ সংষর্ঘ হয়।

এতে উপজেলার ভাদুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মহিন উদ্দিন সুজনসহ উভয়পক্ষের পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। এসময় পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এনিয়ে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক রামগঞ্জে মেয়র পদে দলীয় একক প্রার্থী বাচাই করার লক্ষে সার্কিট হাউজে এক বৈঠক ডাকে।

ঘটনার সময় আওয়ামী লীগ নেতা আবুল খায়ের পাটোয়ারী ও যুবলীগ নেতা এমরান হোসেন আলাদা মিছিল নিয়ে সার্কিট হাউজে যাচ্ছিলেন। ফেমাস হাসপাতালের সামনে পৌঁছালে দুপক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এসময় ছাত্রলীগ নেতা মহিন উদ্দিন সুজন ও মিজানসহ পাঁচজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। মহি উদ্দিনের হাত ও পিঠসহ শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে। তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে প্রথমে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে নোয়াখালীর একটি হাসপাতালে নেওয়া হয়। অন্যরা স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।