ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সওজের প্রধান প্রকৌশলীর রেকর্ডপত্র চেয়েছে দুদক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
সওজের প্রধান প্রকৌশলীর রেকর্ডপত্র চেয়েছে দুদক

ঢাকা: বিভিন্ন দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলী ফিরোজ ইকবালের বিষয়ে রেকর্ডপত্র তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ পর্যন্ত পাওয়া অভিযোগ সংশ্লিষ্ট কিছু তথ্য পাওয়ার পর কিছু নথিপত্র তলব করে রাষ্ট্রীয় দুর্নীতি দমন সংস্থাটি।


 
দুদকের উপ-পরিচালক হামিদুল হাসান স্বাক্ষরিত চিঠিতে আগামি ৯ ডিসেম্বরের মধ্যে সওজের নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীকে রেকর্ডপত্র সরবরাহ করতে বলা হয়।
 
চিঠিতে উল্লেখিত রেকর্ডপত্রের মধ্যে রয়েছে, ২০১০-২০১১ অর্থবছর থেকে ২০১৪-২০১৫ অর্থবছর পর্যন্ত মেঘনা ও মেঘনা-গোমতি সেতু টোল আদায় সংক্রান্ত কাজের অপারেটর নিয়োগের কার্যাদেশপত্র ও সম্পাদিত চুক্তির ছায়ালিপি, এ সময়ের মধ্যে টোল আদায়ের সঙ্গে সম্পৃক্ত নারায়ণগঞ্জ সড়ক বিভাগসহ সড়ক ও জনপথ অধিদফতরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের নাম,পদবি, ঠিকানা ও বর্তমান কর্মস্থল।
 
দুদক সূত্র জানায়,  ফিরোজ ইকবালের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে অধীনস্থ কর্মকর্তাদের বদলি, পদোন্নতি প্রদান, ব্রিজের টোল ইজারা প্রদানসহ বিভিন্নভাবে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।
 
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
এডিএ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।