ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বাংলানিউজে প্রতিবেদনের পর

সাক্ষাতসূচির ফলক সরালেন মেয়র সাঈদ খোকন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
সাক্ষাতসূচির ফলক সরালেন মেয়র সাঈদ খোকন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অবশেষে ঢাকা দক্ষিণের সাধারণ নাগরিকদের সাক্ষাতসূচির ফলকটি সরিয়ে ফেললেন মেয়র সাঈদ খোকন।

সোমবার (৩০ নভেম্বর) বাংলানিউজটোয়েন্টিফোর.কমে  ‘সাধারণ নাগরিকদের জন্য মেয়রের সময় মাসে ৬ ঘণ্টা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়।

প্রতিবেদনটি প্রকাশের একদিনের মাথায় সাক্ষাতের সময়সূচির ফলক সরিয়ে নিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র।

মঙ্গলবার (০১ ডিসেম্বর) বেলা ১১টায় নগরভবনে মেয়রের কক্ষের সামনে গিয়ে দেখা যায়, সেই ফলকটি আর নেই।

মেয়র অফিসে দায়িত্বরত এক নিরাপত্তাকর্মী বাংলানিউজকে জানান, ‘স্যার সকালে এসেই বলেছেন, ফলকটি তুলে ফেলো। এটি আর এখন থেকে থাকবে না। এরপর মেয়র অফিসের কর্মকর্তারা সেটি তুলে ভেতরে রেখে দেন’।
 
তবে মেয়রের এ নির্দেশনা নিয়ে সাধারণ নাগরিকদের মধ্যে সংশয় রয়েই গেছে। নগর ভবনেই কথা হয় শফিকুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘সোমবার মেয়রের সঙ্গে দেখা করতে এসে দেখেছিলাম, সাধারণ নাগরিকদের সাক্ষাতের জন্য সপ্তাহে শুধু মঙ্গলবার রাখা হয়েছে। এজন্য নিরাপত্তাকর্মীরা কাল ঢুকতে দেননি। আজ সকালে এসেই দেখি, সেটি আর নেই। কিন্তু মেয়র নাকি নেই। বাইরে বের হয়ে গেছেন’।

বাংলানিউজের প্রতিবেদনের কথা তুলে ধরলে শফিকুল ইসলাম বলেন, ‘মেয়র যেটা করেছেন ভালো। কিন্তু মিডিয়ায় প্রকাশের পর দেখানোর জন্যই এটি করলেন কি-না? সেটাই এখন দেখার বিষয়’।
 
ওই প্রতিবেদন প্রকাশের আগে মেয়র সাঈদ খোকন বাংলানিউজকে বলেছিলেন, ‘হ্যাঁ, আমরা একটা সময় বেঁধে দিয়েছিলাম। কিন্তু পরে মৌখিকভাবে ওই সিদ্ধান্ত বাতিল ঘোষণার কথাও বলে দিয়েছিলাম’।

যদিও তখন সেই নির্দেশনা ও ফলকটি বহাল ছিল। তবে মঙ্গলবার ফলক সরিয়ে ফেলা হয়েছে।
 
সাধারণ নাগরিকদের জন্য শুধুমাত্র মঙ্গলবার সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত সময় বরাদ্দ রাখা হলেও মঙ্গলবার সকালে একবার ঢু মেরেই বের হয়ে যান মেয়র সাঈদ খোকন। আর নির্ধারিত সময়ের পর দুপুর দেড়টায় কার্যালয়ে ফেরেন তিনি।

অথচ নির্বাচনের আগে তার প্রতিশ্রুতির অন্যতম ছিল, নগর ভবন হবে সাধারণ মানুষের সেবা কেন্দ্র, সাধারণ মানুষের জন্য নগর ভবন উন্মুক্ত থাকবে।

এদিকে মেয়রের এ ধরনের কাজে আওয়ামী লীগের মধ্যেই ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন, তিনি মেয়র নির্বাচনের আগে যেভাবে বলেছিলেন, সেভাবে কাজ করছেন না। তার কাছের দুই একজনই শুধু সুবিধা পাচ্ছেন, অন্যদের পাত্তা দেন না মেয়র। তাছাড়া সাধারণ নাগরিকদের সাক্ষাতের জন্য যেভাবে সময় বেধে দিয়েছেন, তাতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।
 
বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
এসএম/এএসআর

** ‘ট্যাকা তো দিতাছি ছেবা-ছুবা তো পাইন্যা’
 ** ডিএসসিসি’র দিনের বর্জ্য ৩৫শ’ টন, অপসারণ ১৮শ’ টন
** নাগরিকদের জন্য মেয়রের সময় মাসে ৬ ঘণ্টা!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।