ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বিজিবির অভিযান

নভেম্বরে ৭১ কোটি টাকার মাদক উদ্ধার, আটক ১২৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
নভেম্বরে ৭১ কোটি টাকার মাদক উদ্ধার, আটক ১২৫

ঢাকা: দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে নভেম্বর মাসে ৭১ কোটি ৬৭ লাখ টাকার মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ সময় মাদক পাচার ও চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১২৫ জনকে আটক করা হয়।



এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় ২৬৫ জন বাংলাদেশি নাগরিককে আটক করে বিজিবি।
 
মঙ্গলবার (০১ ডিসেম্বর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজিবির তথ্য মতে, উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে পাঁচ লাখ ৪৫ হাজার ৭৩১ পিস ইয়াবা, ২৭ হাজার ২১০ বোতল ফেনসিডিল, ৬১৬ কেজি গাঁজা, ২৬ হাজার ৩৮৫ বোতল বিদেশি মদ, ২৫ হাজার ৮৭৬ পিস বিভিন্ন ধরনের উত্তেজক ট্যাবলেট, দুই হাজার ৬২টি নেশাজাতীয় ইনজেকশন এবং ২৩ লাখ ৯১ হাজার ৪৫৯ পিস বিভিন্ন ধরনের অবৈধ ট্যাবলেট রয়েছে।

এছাড়াও উদ্ধার অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে  সাত হাজার ৭৪৭ পিস শাড়ি, এক হাজার ৮০৯ পিস থ্রিপিস/শার্টপিস, দুই লাখ ৯৯ হাজার ৩১৪ মিটার থানকাপড়, পাঁচ হাজার ৩৬৫ পিস তৈরি পোশাক, তিন হাজার ৯৬২ সিএফটি কাঠ এবং ৫৮০ গ্রাম স্বর্ণ।

অন্যদিকে নভেম্বর মাসে বিজিবির অভিযানে ৬টি পিস্তল, ৩টি বন্দুক, ২৮ রাউন্ড গুলি এবং ০৮টি ম্যাগজিন উদ্ধার হয়।

আর সীমান্ত পথে মায়ানমারের ১১৩ জন নাগরিকের অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করে বিজিবি।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
এনএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।