ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রেললাইনে পা আটকে স্কুলছাত্রীর মৃত্যু

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
রেললাইনে পা আটকে স্কুলছাত্রীর মৃত্যু ছবি: প্রতীকী

রংপুর: রংপুরের বদরগঞ্জ উপজেলায় রেললাইনে পা আটকে গিয়ে ট্রেনে কাটা পড়ে লিজা (১৩) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুরে পৌর শহরের রেলওয়ে স্টেশন সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।



লিজা পৌর এলাকার মোসলেম হকের মেয়ে ও কলেজিয়েট স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে লিজা স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথে স্টেশনের অদূরে রেললাইনে তার পা আটকে যায়। এ সময় বুড়িমারী-পার্বতীপুরগামী ৪৬১ লোকাল ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বদরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার শহিদুল হক বাংলানিউজকে জানান, মেয়েটির স্বজন ও স্থানীয় জনপ্রতিনিধি এসে তার মৃতদেহ নিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।