ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সরাইলে শিক্ষকের উপর হামলা, প্রতিবাদে পরীক্ষা বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
সরাইলে শিক্ষকের উপর হামলা, প্রতিবাদে পরীক্ষা বন্ধ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা চলাকালে নজরুল ইসলাম (৩৮) নামে এক শিক্ষকের উপর হামলা হয়েছে।

মঙ্গলবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষককে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, এ ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের ছাত্র-শিক্ষকরা ক্ষুব্ধ হয়ে বার্ষিক পরীক্ষা বন্ধ রাখেন।

চিকিৎসাধীন শিক্ষক নজরুল ইসলাম অভিযোগ করেন, পরীক্ষা চলাকালে তিনি বিদ্যালয়ের সামনে যান। এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিল্লাল মিয়া ও তার ছেলে লোকজন নিয়ে তার উপর হামলা চালায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

এ ঘটনার পরপরই বিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকরা হামলার প্রতিবাদে পরীক্ষা বন্ধ করে দেন।

বিদ্যালয়ের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ক্ষমা রাণী পাল বাংলানিউজকে জানান, ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে জরুরি সভা করে বার্ষিক পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় শিক্ষকরা। সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তাদের এ সিদ্ধান্ত বলবৎ রাখা হবে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বদেশ চন্দ্র দেবনাথ বলেন, ঘটনার পর এলাকার বিশিষ্ট লোকজন ও পরিচালনা কমিটির সদস্যরা এসেছেন।   কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে এ বিষয়ে পরিচালনা কমিটির সভাপতি বিল্লাল মিয়ার বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, শিক্ষক নজরুল আমার বিরুদ্ধে স্লোগান দিয়েছে। তাই আমার ছেলে তাকে মাত্র একটা ঘুষি দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।