ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

গাড়ি পোড়ানো মামলায় গ্রেফতার জাবি কর্মকর্তা বরখাস্ত

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
গাড়ি পোড়ানো মামলায় গ্রেফতার জাবি কর্মকর্তা বরখাস্ত আবদুর রহমান বাবুল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): গাড়ি পোড়ানো ও নাশকতার মামলায় গ্রেফতার হওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (এস্টেট) ও অফিসার্স সমিতির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাবুলকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (০১ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বাংলানিউজকে বিষয়টি জানান।



তিনি জানান, বাবুল স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি। গত ২৩ নভেম্বর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা গেট থেকে তাকে গ্রেফতার করা হয়।

‘বাবুল গ্রেফতার হওয়ায় ও তার বিরুদ্ধে আদালতে মামলা চলমান থাকায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আদালতের কাগজপত্র হাতে পাওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে গত ২৩ নভেম্বর তিনি গ্রেপ্তার হওয়ায় ওইদিন থেকে এ আদেশ কার্যকর হবে। ’


পুলিশ সূত্র জানায়, গত বছর বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের জ্বালাও-পোড়াও কর্মসূচিতে গাড়ি পোড়ানো ও নাশকতার ঘটনায় জড়িত অভিযোগে বাবুলের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

এদিকে বাবুলকে গ্রেফতার করার পর দুইদিন কর্মবিরতি পালন করে জাবি অফিসার্স সমিতি।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
ওএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।