ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

‘পাগল নেহি, আশিক হু ম্যাঁয়’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
‘পাগল নেহি, আশিক হু ম্যাঁয়’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘পাগল নেহি, আশিক হু ম্যাঁয়’ - গাইতে গাইতে সামনে এগোলেন ষাটোর্ধ্ব এক বৃদ্ধ। হাতে রঙিন কয়েকটি বেলুন।

তাকে অনুসরণ করে কাছে যেতেই দেখা গেল, বেলুন এগিয়ে ধরে তিনি প্রেম নিবেদন করছেন জাঁকজমক সাজে সজ্জিত পাঁচ হিজড়াকে। এরপর সামান্য দূরে বসে শুনতে না চাইলেও তাদের আরও কিছু গান শোনালেন তিনি।
 
দৃশ্যটি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনের। মঙ্গলবার (০১ ডিসেম্বর) বিশ্ব এইডস দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে আসেন ওই পাঁচজন তৃতীয় লিঙ্গের মানুষ।   
 
তৃতীয় লিঙ্গের মানুষেরা প্রতি পদে পদে কতটা হেঁয়ালির শিকার হন তাই যেন দেখা গেল এ সময়।
 
গান শুনিয়ে ও বেলুন দিয়ে পাঁচ হিজড়াকে বিরক্ত করা মানুষটির নাম জানতে চাইলে জানালেন- আশফাক, কিন্তু সবার কাছে তিনি পরিচিত ‘পাগলা হাজী’ নামে।
 
নিঃসঙ্কোচে বলেন, ‘কেউ বলে পাগল, কেউ বলে গাঞ্জাখোর, আসলে আমি আশিক। এ পাঁচ সুন্দরী আমার। ’
 
ষাটোর্ধ্ব মানুষটি নিজের আবাস ঢাকার মৌলভীবাজারে জানালেন। উপস্থিত একজন জানতে চান, ঢাকায় আবার মৌলভীবাজার আছে নাকি?
 
সেই প্রশ্নের উত্তর দেওয়ার সময় নেই আশফাকের। তিনি আবার গান ধরেন, ‘যিসকি বিবি লাম্বি, উসকা ভি বাড়া নাম হ্যায়… যিসকি বিবি গোরি, উসকা ভি বাড়া নাম হ্যায়’।
 
বাগানের কোণে বিশ্রাম নিতে বসেছিলেন ওই পাঁচ হিজড়া। কিন্তু গানের অত্যাচারে কিছুক্ষণের মধ্যেই অস্থির হয়ে উঠলেন। তাদের গাড়ির দিকে চলে যেতে দেখে আশফাকের নতুন গান, ‘চুম্বক না থাকলে লোহার কী দাম?’
 
এরপর তাদের পিছু নেন আশফাক। কানের পাশে গিয়ে ছোট্ট করে একট‍া অশ্লীল মন্তব্যও শুনিয়ে দেন। কিন্তু তেমন কিছু না বলেই গাড়িতে ওঠেন তারা।
 
পাঁচজনের একজন সবুজ, শুদ্ধ-সুন্দর ভাষায় কথা বলেন। এ ঘটনার একটু আগেই বাংলানিউজের প্রতিবেদকের সঙ্গে আলাপে বলছিলেন, ‘সবই আমাদের কপাল। পাগল বলেন, বুড়ো বলেন, সবাই আমাদের সঙ্গে ঠাট্টা-মশকরা করে। কোথাও গিয়ে নিজেদের মতো করে থাকতে পারি না। লোক জড়ো হয়ে যায়, উত্যক্ত করে। ’
 
আশফাকের কান্ডে সবুজের কথাগুলোই সত্যি হয়ে সামনে এলো।
 
বিশ্ব এইডস দিবসের আলোচনায় বক্তারা বলছিলেন, ‘এইডস রোগের ঝুঁকি রয়েছে হিজড়াদেরও। তাদের কেউ কেউ যৌনবৃত্তিতে নিয়োজিত। অনেকেই যৌন নির্যাতনের শিকার হন। এতে এইচআইভি সংক্রমণের আশঙ্কা থাকে। এ রোগে আক্রান্তের ঝুঁকিতে তারা যেমন আছেন, তাদের সঙ্গে ঝুঁকিতে থাকেন শারীরিক সম্পর্কে জড়ানো মানুষগুলোও। ’
 
তৃতীয় লিঙ্গের এসব মানুষদের জন্য সরকারের পক্ষ থেকে নিরাপত্তামূলক ও প‍ুনর্বাসনমূলক ব্যবস্থা বাড়ানোর আহবান জানান সংশ্লিষ্টরা। এইডস থেকে বাঁচতে কনডম ব্যবহার করার পরামর্শ দিয়েছেন তারা।
 
প্রদর্শনীতে অংশ নেওয়া ‘লাইট বাংলাদেশ’-এর স্টলে ছিলেন সবুজ ও তার দল। তারা আগতদের কনডম উপহার দেন এবং যৌনশিক্ষা লজ্জার নয়, বরং বাঁচার উপায় বলে বোঝান।

(ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর)




বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
এসকেএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।