ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মু‌ক্তি‌যোদ্ধা দ‌লের অা‌লোচনা সভা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
মু‌ক্তি‌যোদ্ধা দ‌লের অা‌লোচনা সভা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলা‌দেশ জাতীয়তাবাদী মু‌ক্তি‌যোদ্ধা দ‌লের অা‌য়োজ‌নে নির্বা‌সিত গণতন্ত্র, মানবা‌ধিকার ভূলু‌ন্ঠিত! উত্তর‌‌নে মুক্তি‌যোদ্ধা‌দের করণীয় শীর্ষক এক অা‌লোচনা সভা জাতীয় প্রেসক্লা‌বের ভিঅাইপি লাউঞ্জে শুরু হ‌য়ে‌ছে।

বৃহস্প‌তিবার ( ০৩ ডি‌সেম্বর)  দুপুর ৩টা ২৫ মি‌নি‌টে অা‌লোচনা শুরু হয়।

এ‌তে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে অা‌ছেন বিএন‌পি'র ভাইস চেয়ারম্যান ‌মেজর (অব.) হাফিজ উদ্দিন  অাহ‌মেদ বীর বিক্রম।

এছাড়াও উপস্থিত অা‌ছেন কল্যাণ পা‌র্টির চেয়ারম্যান সৈয়দ মো. ইব্রা‌হিম বীরপ্রতীক, জাতীয়তাবাদী ম‌হিলা দ‌লের সাধারণ সম্পাদক শি‌রীন সুলতানা, সংগঠ‌নের সভাপ‌তি হাজী ইস‌তিয়াক অা‌জিজ উলফাতসহ অারও অ‌নে‌কে।

বাংলা‌দেশ সময়: ০৩৫৯ ঘণ্টা, ডি‌সেম্বর ০৩, ২০১৫
এমঅাই‌কে/আরআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।