ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রাজাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
রাজাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ছবি: প্রতীকী

ঝালকাঠি:  ঝালকাঠির রাজাপুর উপজেলার বড় কৈবর্তখালি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিয়াদ শরীফ (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে পানির পাম্পের মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে এ ঘটনা ঘটে।



জিয়াদ বড় কৈবর্তখালি গ্রামের মাদ্রাসা শিক্ষক শাকিব শরীফের ছেলে এবং পশ্চিম চারাখালি দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বিকেলে জিয়াদ তার চাচা জাকির শরীফের নির্মাণাধীন বিল্ডিংয়ে পানি দেওয়ার জন্য বৈদ্যুতিক পাম্পের মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে যায়। এ সময় বিদ্যু‍ৎস্পৃষ্ট হয়ে সে জ্ঞান হারিয়ে ফেলে। স্বজনরা টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানার উপ পরিদর্শক (এসআই) বিপ্লব মিন্ত্রী বাংলানিউজকে বিষয়টি জানান।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।